আনন্দ খবর ডেস্ক প্রকাশিত: ১৮ জুলাই, ২০২৪, ০৪:০৭ পিএম
আজ বৃহস্পতিবার টাঙ্গাইলে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এই সংঘর্ষে দুজন সাংবাদিকসহ অন্তত ১২ জন আহত হয়েছেন। আন্দোলন চলাকালে শহরে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে হামলা ও আগুন ধরিয়ে দেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।
কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীরা সকালে টাঙ্গাইল শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে জমায়েত হন।
কোটা সংস্কার আন্দোলন আজ বৃহস্পতিবার থেকে টাঙ্গাইলে শুরু হয়।
কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়।
সংঘর্ষে অন্তত ১২ জন আহত হয়েছেন, যার মধ্যে দুজন সাংবাদিকও আছেন।
আন্দোলনকারী শিক্ষার্থীরা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে হামলা ও আগুন ধরিয়ে দেন।