
Credit: www.prothomalo.com
সংঘর্ষের কারণ
মুন্সিগঞ্জ শহরে সর্বাত্মক অসহযোগ কর্মসূচি চলছিল। আন্দোলনকারীরা সরকারের বিভিন্ন নীতির বিরোধিতা করছিলেন।
আনন্দ খবর ডেস্ক প্রকাশিত: ০৪ আগস্ট, ২০২৪, ০৩:০৮ পিএম
আজ রোববার মুন্সিগঞ্জ শহরে সর্বাত্মক অসহযোগ কর্মসূচি ঘিরে আন্দোলনকারীদের সঙ্গে আওয়ামী লীগের নেতা-কর্মীদের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অর্ধশত। সকাল পৌনে ১০টার দিকে শহরের সুপারমার্কেট এলাকায় দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ শুরু হয়। তাৎক্ষণিকভাবে নিহত দুজনের পরিচয় পাওয়া যায়নি। তাঁদের বয়স ২২ থেকে ২৫ বছর।
Credit: www.prothomalo.com
মুন্সিগঞ্জ শহরে সর্বাত্মক অসহযোগ কর্মসূচি চলছিল। আন্দোলনকারীরা সরকারের বিভিন্ন নীতির বিরোধিতা করছিলেন।
আন্দোলনকারীদের সঙ্গে আওয়ামী লীগের নেতা-কর্মীদের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়েছিল দুজন।
মুন্সিগঞ্জ শহরে সর্বাত্মক অসহযোগ কর্মসূচি ঘিরে আন্দোলনকারীদের আত্মীয়দের সংঘর্ষ হয়েছে।
সংঘর্ষে আহত হয়েছেন অর্ধশত লোক।
সংঘর্ষ শুরু হয়েছিল সুপারমার্কেট এলাকায় পাল্টাপাল্টি ধাওয়ার পর।