ঢাকা, বুধবার, মার্চ ১২, ২০২৫ | ২৮ ফাল্গুন ১৪৩১
Logo
logo

চট্টগ্রামে মহানগর তরুণ দলের পক্ষ থেকে কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক আমিনুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা


চট্টগ্রাম ব্যুরো   প্রকাশিত:  ১৪ আগস্ট, ২০২৪, ১২:০৮ এএম

চট্টগ্রামে মহানগর তরুণ দলের পক্ষ থেকে কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক আমিনুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা

বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণ দল কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম চট্টগ্রাম সফরকালে ফুলেল শুভেচ্ছায় সিক্ত হয়েছেন। সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

১১ আগস্ট রবিবার চট্টগ্রাম মহানগর তরুণ দলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ দিদার এবং কেন্দ্রীয় সদস্য সাইদুর রহমানের নেতৃত্বে সদরঘাট ও ডবলমুরিং থানার নেতারা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। 

বৈষম্যমুক্ত-শোষণ ও অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তোলার আন্দোলনে বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণ দল কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম দক্ষতার সঙ্গে পরিচালনা করবেন বলে আশা প্রকাশ করেন দলটির চট্টগ্রাম মহানগরের নেতারা।

এসময় আমিনুল ইসলাম বলেন, যারা সুস্থ-ধারার রাজনীতিতে বিশ্বাস করেন, শুধুমাত্র তারাই বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণ দলের সাথে থাকবেন সব সময়। কিন্তু যারা লুটপাট, চাঁদাবাজির রাজনীতিতে বিশ্বাস করেন, তারা আমাদের সাথে যুক্ত হবেন না। এধরণের কোনো অভিযোগ প্রমাণিত হলে কঠোর সাংগঠনিক ব্যবস্হা গ্রহণ করে কার্যকরী পদক্ষেপ নেওয়া হবে।

সব শেষে তিনি, স্বৈরাচার আওয়ামী লীগের দুশাসনে ছাত্রজনতা ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলসহ (বিএনপি) সকল শহীদের বিদেহী আত্মার শান্তি কামনা করেন।

এসএইচ/এআই/এমএ/এএএম/