ঢাকা, শুক্রবার, জুন ২০, ২০২৫ | ৬ আষাঢ় ১৪৩২
Logo
logo

তরুণদল কেন্দ্রীয় কমিটিতে আবদুল্লাহ আল মাসুমকে গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রদান


আনন্দ খবর ডেস্ক     প্রকাশিত:  ২০ ডিসেম্বর, ২০২৪, ০৫:১২ পিএম

তরুণদল কেন্দ্রীয় কমিটিতে আবদুল্লাহ আল মাসুমকে গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রদান

বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণদল কেন্দ্রীয় কমিটির নতুন সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির নাম ঘোষণা করা হয়েছে। আবদুল্লাহ আল মাসুমকে কেন্দ্রীয় কমিটির প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে।

এই গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রদান করায় তিনি তরুণদল কেন্দ্রীয় কমিটির সন্মানিত সভাপতি ডা. মো. আবুবকর ছিদ্দিক ও বিপ্লবী সাধারণ সম্পাদক মো. আমিনুল ইসলামসহ কেন্দ্রীয় কমিটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

আবদুল্লাহ আল মাসুম বলেন, "এই দায়িত্ব আমার জন্য গর্বের। আমি তরুণদল কেন্দ্রীয় কমিটির সকল নেতৃবৃন্দের সহযোগিতা কামনা করছি এবং সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে সচেষ্ট থাকব।"  

তরুণদলের পক্ষ থেকে জানানো হয়েছে, এই নিয়োগ সংগঠনের কার্যক্রমকে আরও সুসংগঠিত ও গতিশীল করবে। নতুন দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দের জন্য শুভকামনা।  

তরুণদলের এই নতুন অধ্যায় দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন গতি আনবে বলে আশা করা হচ্ছে।