ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণ দলের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা প্রফেসর ড. জাকারিয়া লিংকনের উদ্যোগে তরুণ দল কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদকের আগমন উপলক্ষে মোটরসাইকেল শোডাউন ও পথসভা অনুষ্ঠিত হয়।
রবিবার (১৮ আগস্ট) ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনে পৌঁছালে তরুণ দলের স্থানীয় নেতাকর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান।
এ সময় আমিনুল ইসলাম বৈষম্যবিরোধী কোটা আন্দোলনে শিক্ষার্থীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আন্দোলনে আবু সাঈদসহ নিহত সব শহীদের আত্মার মাগফিরাত কামনা করেন। পরে নেতাকর্মীরা মোটরসাইকেল বহর নিয়ে দুই উপজেলার বিভিন্ন পথসভায় বক্তব্য দেন।
তরুণ দল কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম তরুণ দলের নেতাকর্মীদের উদ্দেশ্য বলেন, সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে, গণহত্যাকারী আওয়ামী লীগ ও ছাত্রলীগের সন্ত্রাসী বাহিনী যাতে বিশৃঙ্খলা সৃষ্টি না করতে পারে সেদিকে নজর রাখতে হবে।
এসময় উপস্থিত ছিলেন- ঝালকাঠি জেলা তরুণ দলের সাধারণ সম্পাদক শাওন মিয়াজী, ঝালকাঠি জেলা তরুণ দলের সাংগঠনিক সম্পাদক নিয়াজ মোর্শেদ, কাঠালিয়া উপজেলা তরুণ দলের সাধারণ সম্পাদক মঈন মুন্সিসহ ঝালকাঠি জেলা তরুণ দল ও কাঠালিয়া উপজেলা তরুণ দলের নেতাকর্মীরা।